হাটহাজারীতে ন্যায্যমূল্যে ধান সংগ্রহ শুরু

সরকার ন্যায্যমূল্যে ধান কেনার ঘোষণা দেওয়ার পর হাটহাজারী উপজেলায় প্রতি কেজি ২৬ টাকা দরে ধান সংগ্রহ শুরু হয়েছে।

- Advertisement -

বুধবার (২২ মে) এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক চাই থোয়াই প্রু মারমাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

- Advertisement -google news follower

সূত্র জানায়, চলতি বছর উপজেলা খাদ্য বিভাগ ১০৭ টন ধান সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। প্রতি কেজি বোরো ধান ২৬ টাকা দরে ক্রয় করা হবে। আগামী আগস্ট মাস পর্যন্ত এ বোরো ধান সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ করা হবে।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, একজন কৃষক একসঙ্গে ৩ টন পর্যন্ত ধান বিক্রি করতে পারবে।

- Advertisement -islamibank

এ ব্যাপারে ইউএনও রুহুল আমীন জানান, নির্ধারিত কার্যক্রমের অংশ হিসেবে সরাসরি কৃষকের ক্ছ থেকে বোরো ধান সংগ্রহ করা হচ্ছে। উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকার কৃষক মো. ওসমান প্রতি কেজি ২৬ টাকা দরে সরকারের কাছে ২৪০ কেজি ধান বিক্রি করেন।

জয়নিউজ/তালেব/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM