সুষমা স্বরাজ আর নেই

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিনিয়র বিজেপি নেতা সুষমা স্বরাজ আর নেই।

- Advertisement -

মঙ্গলবার (৬ আগস্ট) রাতে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্স (এআইআইএমএস) হাসপাতালে তিনি মারা যান।

- Advertisement -google news follower

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার রাত সোয়া দশটার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঐ হাসপাতালের ইমার্জেন্সিতে নেওয়া হয়। তার কিছুক্ষণ পরেই মারা যান তিনি।

সুষমা স্বরাজের বয়স হয়েছিল ৬৭ বছর। নরেন্দ্র মোদি সরকারের প্রথম মেয়াদে তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

- Advertisement -islamibank

এদি‌কে তার মৃত্যু‌তে গভীর শোক প্রকাশ ক‌রে‌ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মো‌দি, রাষ্ট্রপ‌তি রামনাথ কো‌বিন্দসহ দেশ‌টির বি‌ভিন্ন দ‌লের নেতারা। তার মৃত্যুর খবর পাওয়ার পরপরই বি‌জেপি নেতা ‌নিতীন গদকরী, রাজনাথ সিং, স্মৃ‌তি ইরা‌নিসহ আরো অ‌নে‌কেই এআইআইএমএসতে ছু‌টে গে‌ছেন।

ভারতের কংগ্রেস এক টুইট বার্তায় সুষমা স্বরাজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

এর আগে ২০১৬ সালে তার কিডনি প্রতিস্থাপন হয়েছিল। অসুস্থতার কারণে এবার তিনি মোদির সরকারে থাকেননি।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM