হালদায় মাছের পোনা অবমুক্ত

হালদা নদীতে রুই জাতীয় মা-মাছের (রুই, কাতাল, মৃগেল ও কালিবাইশ) মজুদ বৃদ্ধির লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

- Advertisement -

শনিবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট বাজার এলাকায় উপজেলা প্রশাসনের আয়োজনে এসব রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

- Advertisement -google news follower

পোনা অবমুক্তকরণের আগে সকাল ১১টায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগী সংস্থা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) এর গড়দুয়ারা নয়াহাটস্থ হালদা শাখায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মো. নুরুল আলম বাসেক, গড়দুয়ারা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সরওয়ার মোর্শেদ, হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, আইডিএফের ডিইডি মো. নিজাম উদ্দিন, আইডিএফের ডিসিপিও সুদর্শন বড়ুয়া, সাংবাদিক মনসুর আলী, সাংবাদিক মো. আবু তালেব, সাংবাদিক খোরশেদ আলম শিমুল, সাংবাদিক মো. আলী ও ডিম সংগ্রহকারী কামাল সওদাগর।

- Advertisement -islamibank

এ সময় সহকারী কমিশনার (ভূমি) সম্রাট খীসা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, সাংবাদিক আসলাম পারভেজ, সাংবাদিক বোরহান উদ্দিন, ছাত্রনেতা তারিকুল কালাম তুহিন, ডিম সংগ্রহকারী ও হালদা পাড়ের জেলেরা উপস্থিত ছিলেন।

জয়নিউজ/তালেব/এমজেএইচ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM