১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের সিদ্ধান্ত আজ থেকে কার্যকর

যুক্তরাজ্য ও ইউরোপীয় দেশ থেকে বাংলাদেশে আসলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা কার্যকর করা হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (৩০ মার্চ) রাত ১২টা ১ মিনিট থেকে অর্থাৎ ৩১ মার্চ থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এই নির্দেশনা কার্যকর হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

- Advertisement -google news follower

বেবিচক জানিয়েছে, যুক্তরাজ্যসহ ইউরোপের দেশগুলো থেকে যেসব যাত্রী বাংলাদেশে আসবেন তাদের জন্য ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে। তারা বেবিচক নির্ধারিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার অথবা নির্ধারিত হোটেলে থাকবেন। এছাড়া  অন্যান্য দেশ থেকে আসা যাত্রীদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে আগত ও ত্যাগ করা প্রত্যেক যাত্রীকে বাধ্যতামূলক করোনার নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে (যাত্রার ৭২ ঘণ্টা আগে নমুনা দিতে হবে)।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM