সাকিব ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে

স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ নেওয়ার সময় চোট পাওয়া সাকিব আল হাসানের আঙুলে ফ্র্যাকচার ধরা পড়েছে। এর ফলে কমপক্ষে ছয় সপ্তাহের জন্য তাকে মাঠের বাইরে থাকতে হবে। অর্থাৎ, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে তাকে পাওয়া যাবে না।

- Advertisement -

শনিবার (১৩ মে) দিনগত রাত সাড়ে ১২টায় দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বলা হয়, আঙুলের চোটের কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান।

- Advertisement -google news follower

বিবৃতিতে জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেন, ‍“আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ নেওয়ার চেষ্টা করার সময় ডান হাতের তর্জনীর ডগায় চোট পান সাকিব। ওই অবস্থায় খেলা চালিয়ে গেলেও এক্স-রে রিপোর্টে তর্জনীর গোড়ায় ফ্র্যাকচার ধরা পড়েছে।”

তিনি বলেন, “এ ধরনের আঘাত সাধারণত সারতে প্রায় ছয় সপ্তাহ সময় লাগে। দুর্ভাগ্যবশত, এর মানে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে সাকিব আল হাসানকে পাওয়া যাবে না।”

- Advertisement -islamibank

স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়া শেষ ম্যাচটি এখন সিরিজ নির্ধারণী হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ জিতলে ২-০ ব্যবধানে সিরিজ জয় করবে, অন্যথায় ১-১ জয়ে সমতায় শেষ হবে আইসিসি সুপার লিগের অংশ এই সিরিজটি।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM