ডেঙ্গু সন্দেহে ২৪২ জনের মৃত্যুর তথ্য, নিশ্চিত ৯৩: আইইডিসিআর

ডেঙ্গু সন্দেহে ২৪২ জনের মারা যাওয়ার তথ্য পেয়েছিল সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) কাছে। এরমধ্যে ১৫১টি মৃত্যু পর্যালোচনা করে ৯৩টি ডেঙ্গুজনিত মৃত্যু বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

- Advertisement -

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করা হয়।

- Advertisement -google news follower

চলতি বছর ডেঙ্গুজ্বরে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ। এর মধ্যে জানুয়ারিতে ৩৮ জন, ফেব্রুয়ারিতে ১৮ জন, মার্চে ১৭ জন, এপ্রিলে ৫৮ জন, মে’তে ১৯৩ জন, জুনে ১ হাজার ৮৮৪ জন, জুলাইয়ে ১৬ হাজার ২৫৩ জন, আগস্টে ৫২ হাজার ৬৩৬ জন এবং সেপ্টেম্বরে ১৬ হাজার ৮৫৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর হাসপাতালে ভর্তি হন ৮৭ হাজার ৯৫৩ জন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেন ৮৬ হাজার ২৪১ জন। আক্রান্ত ৯৮ ভাগ রোগীই সুস্থ হয়েছেন।

- Advertisement -islamibank

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM