পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা মেলা শুরু ২০ ডিসেম্বর

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস’র উদ্যোগে দুইদিনব্যাপী পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা মেলা শুরু হচ্ছে ২০ ডিসেম্বর।

- Advertisement -

শুক্রবার (১৮ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

- Advertisement -google news follower

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রামের সভাপতি এ এম নাজিম উদ্দীন।

তিনি বলেন, নিরাপদ কর্মক্ষেত্র এবং কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস আগামী ২০-২১ ডিসেম্বর পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা মেলার আয়োজন করছে।

- Advertisement -islamibank

নগরের জেএমসেন হলে দুই দিনব্যাপী এ মেলায় অংশগ্রহণ করবে শ্রম খাতের সঙ্গে সংশ্লিষ্ট ৩০টি সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান।

এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিলস এর সদস্য সচিব এবং জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মু. শফর আলী, ট্রেপ ইউনিয়ন কেন্দ্র সভাপতি তপন দত্ত, বিলস-এলআরএসসি সিনিয়র অফিসার রিজওয়ানুর রহমান খান এবং বিলস এলআরএসসি সিনিয়ার অফিসার পাহাড়ী ভট্টাচার্য।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM